গত (৩৬ জুলাই) ৫ আগস্ট ২৫ মঙ্গলবার সকাল ১১:০০;টায় সিলেট নগরীর চৌকিদেখীস্থ বাশবাড়ীতে #গোলাপ প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রে জুলাই গন অভ্যুথান দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে প্রধান অথিতির জনাব রোটারিয়ান আব্দুল হাফিজ আবু চৌধুরীর পক্ষ থেকে বই খাতা ও ছাতা বিতরন করা হয়।
CMC সহ সভাপতি জনাব আব্দুল মোমিন এর পরিচালনায় ও সহকারী শিক্ষিকা জনাবা রোকসানা বেগম এর পরিচালনায় এ সময় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ট্যুরিস্ট ক্লাবের জীবন সদস্য, ও সমাজসেবায় মানবিক ফাউন্ডেশনের সহ সভাপতি জনাব রোটারিয়ান আব্দুল হাফিজ আবু চৌধুরী, স্বত্বাধীকারী নেহার মার্কেট, বড়লেখা, মৌলভীবাজার।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন সিলেট ট্যুরিস্ট ক্লাবের সিনিয়র সহ সভাপতি রোটারিয়ান মোঃ নুরুল ইসলাম রুপন
সিলেট ট্যুরিস্ট ক্লাবের কোষাধ্যক্ষ জনাব রোটারিয়ান মোঃ মওদুদ আহমেদ
সমাজসেবী ও শিক্ষানুরাগী জনাবা জাহান আরা বেগম
গোলাপগঞ্জ জলিল চৌধুরী স্কুলের শিক্ষিকা জনাবা মমতাজ বেগম
গোলাপ স্কুলের CMC সদস্য জনাব মিজানুর রহমান ও জনাবা রুজি বেগম
শিক্ষক ইনচার্জ জনাবা সবিতা রানী বাহাদুর।
এ সময় শিক্ষক ও অথিতি বৃন্দদের কে পুরষ্কার ও সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়। বিশেষ অথিতি জাহান আরা বেগম এর পক্ষ থেকে কেক কাটা হয় এবং নাস্থা পরিবেশন করা হয়।