আ,লীগ নেতার ছেলে ইয়াবার চালান সহ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
ইয়াবার চালান সহ আল ফয়সাল নামে এক আওয়ামী লীগ নেতার ছেলে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
শুক্রবার দুপুরে আল ফয়সালকে গ্রেফতার ও তার অপর এক সহযোগি মাদক কারবারিকে পলাতক দেখিয়ে পুলিশ বাদী হয়ে সুনামগঞ্জর তাহিরপুর থানায় মামলা দায়ের করেছে।
আল ফয়সাল তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের নাগরপুর (টেন্ডারপাড়া) গ্রামের প্রয়াত সুজাত মিয়ার ছেলে।
পুলিশী জিজ্ঞাসাবাদে আল ফয়সাল উপজেলার বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক (প্রয়াত) সুজাত মিয়ার ছেলে হিসাবে নিজের পরিচয় নিশ্চিত করে।
শুক্রবার দুপুরে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (মামলার বাদী) এসআই হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র সুত্র জানায় , উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের জয়নাল আবেদীন মার্কেটের দক্ষিণের সড়কের উপর ইয়াবা ক্রয় বিক্রয় কালে টহলরত পুলিশ সদস্যদের নিয়ে এসআই হাফিজুল ইসলাম আল ফয়সাল ও তার সহযোগি কুনাটছড়া গ্রামের মিন্নত আলীর ছেলে রহমত আলীর দেহ তল্লাশী করে দুটি পৃথক প্যাকেটে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন শুক্রবার ভোররাতে। ওই সময় আল ফয়সালকে গ্রেফতার করতে সক্ষম হলেও পুলিশী বেষ্টনী থেকে কৌশলে রহমত পালিয়ে যায়।