থানা ভবনের অদূরে মদ সেবনের পর বাড়ি ফেরার পথে কাঠ মিস্ত্রি নিখোঁজ!
নিজস্ব প্রতিবেদক:
থানা ভবনের অদুরে মদ সেবনের পর বাড়ি ফেরার পথে খালের পানিতে পড়ে চিও রঞ্জন দাস টুনু নামে এক কাঠমিস্ত্রি নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ টুনু সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরের সূর্য্যরে গাঁও গ্রামের সুনিল দাসের ছেলে ও পেশায় কাঠ মিস্ত্রি।
শনিবার রাতে তাহিরপুর থানা ভবনের অদুরে রতনশ্রী (মুচিপাড়া) থেকে নিজ বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি।
শনিবার রাতে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন পারিবারিক সুত্রের বরাত দিয়ে এ টুনু নিখোঁজের ওই তথ্য নিশ্চিত করেন।
শনিবার রাতে তাহিরপুর সদরের রতনশ্রী (মুচিপাড়া)র প্রত্যক্ষদর্শীরা ও টুনুর পারিবারীক সুত্র জানায়, প্রতিরাতের ন্যায় তাহিরপুর থানা ভবনের অদুরে থাকা রতরশ্রী (মুচিপাড়া) থেকে চোলাই মদ সেবনের পর শনিবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি ফেরার পথে রতনশ্রী গ্রামের খালের পানিতে ডুবে টুনু নিখোঁজ হন।
খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধান চালিয়ে শনিবার মধ্যরাত অবধি নিখোঁজ টুনুর সন্ধান পাননি।
সন্ধান কাজে থাকা দায়িত্বশীলরা জানান, রাতে বৈরী আবহাওয়ার কারনে টুনুর সন্ধান মেলেনি , রোববার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ফের টুনুর সন্ধান চালাবেন।
সুনামগঞ্জ-১