চোরাকারবারিদের নৌকার ধাক্কায় ইছামতি নদীতে নৌ ডুবির ঘটনায় বিজিবি সিপাহী নিখোঁজ
সিলেট
সিলেটে ভারতীয় চোরাচালানের মালামাল আটক করতে গিয়ে চোরাকারবারিদের নৌকার ধাক্কায় বিজিবি সদস্যদের বহনকারি নৌকা ডুবে বিজিবি’র এক সিপাহী নিখোঁজ হয়েছেন।
শনিবার (৯ আগস্ট) বিকেলে সিলেটের গোয়াইঘাট উপজেলার সীমান্ত নদী ইছামতিতে নৌ ডুবির ওই ঘটনাটি ঘটেছে।
নিখোঁজ বিজিবি সিপাহী মাছুম বিল্লাহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের ৪৮ -ব্যাটালিয়নের গোয়াইঘাট উপজেলার সোনারহাট বিওপিতে দায়িত্বরত ছিলেন।
৪৮ -ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক জানান, ইছামতি নৌ পথে ভারত থেকে চোরাচালানের মাদ্যমে নিয়ে আসা সুপারী বহনকারি একটি নৌকা ও চোরাকারবারিদের আটক করতে সোনারহাট বিওপির টহলরত বিজিবির দুই সদস্য নৌকা যোগে অভিবিজিবি বহসকারিযানে যান শনিবার বিকেলে। এরপর বিজিবি বহনকারি নৌকাটিকে কৌশলে চোরাকারবারিরা তাদের নৌকা দিয়ে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়। ওই সময় বিজিবি বহনকারি নৌকাটি ডুবে গেলে এক বিজিবি সদস্য , মাঝি সাতড়ে তীরে উঠতে পারলেও অপর বিজিবি সিপাহী মাছুম বিল্লাহ ইছামতি নদীতে নিখোঁজ হন।
নিখোঁজ বিজিবি সিপাহী মাছুম বিল্লাহর রোববার সকাল অবধি সন্ধান মেলেনি বলেও জানান বিজিবি অধিনায়ক।