এম এ কাদির, বালাগঞ্জ :
সকল প্রকার লোভ লালসা, ভয়ভীতির উর্ধ্বে থেকে সততার সাথে যথাযথ দায়িত্ব পালন ও জন সাধারণের সেবা প্রদানের আহবান জানিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী বলেছেন প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব পালনে কোন প্রকার অবহেলা অনিয়ম দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (২১আগস্ট) বিকেলে বালাগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রদান অতিথির বক্তব্য প্রদানকালে প্রশাসনের কর্মকর্তাদের উপরোক্ত নির্দেশনা প্রদান করেন।মতবিনময়কালে তিনি বালাগঞ্জের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আলোচনা করেন। এবং সবার সমন্বিত প্রচেষ্টায় উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ’র সভাপতিত্বে আয়োজিত মতবিনময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, পুর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর, উপজেলা জামায়াতের আমীর ডাক্তার আব্দুল জলিল,বিএনপির নেতা মাসুক আহমদ,
খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিন মিসলু, সাধারণ সম্পাদক কবি মীম হুসাইন,
বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ, সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন
জাকির আহমদ, আবুল কাশেম অফিক, হেলাল আহমদ, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মকবুল মিয়া, সাধারণ সম্পাদক কাওছার আহমদ,বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমদ ভুঁইয়া, ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।