প্রায় ১১ লক্ষ টাকার ১৪ টি এসি দান করলেন এডভোকেট আফরোজ উদদীন,,
সিলেট সিটি অন্তর্গত ৩০ ওয়ার্ডের বিভিন্ন মসজিদে দুই টনি এসি বিতরণ করা হয়, হযরত শাহজালাল (রা:) জামিয়া মসজিদে ৫ টি এসি,, ফকিরপাড়া জামিয়া মসজিদে ৩টা এসি, চান্দাই তালুকদার পাড়া জামেয়া মসজিদে ৪টা এসি, চান্দাই পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামিয়া মসজিদে ২টা এসি সহ মোট ১৪ টি দুই টনি এসি বিতরণ করা হয়। প্রতিটি মসজিদ কমিটির কাছে উক্ত এসি গুলো হস্তান্তর করা হয়।
জনাব আফরোজ উদদীন এর সাথে ফোনে আলাপ কালে তিনি বলেন,, মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের অতিরিক্ত গরম থেকে স্বস্তিদায়ক আরামে যেন নামাজ আদায় করতে পারেন সেই জন্য উনার নিজ অর্থায়নে আল্লাহর ওয়াস্তে এসিগুলো দেওয়া হয়েছে, এবং উনার মা বাবা ও পরিবারের জন্য দোয়া চেয়েছেন। ৩০ নং ওয়ার্ডের টিওর গাঁও মসজিদ ও হযরত চান্দে আলী মসজিদে আগামী মাসে আরো ২ টা করে দুই টনি এসি মোট ৪টা দেওয়া হবে।
আলাপ কালে আরো জানতে পারি, শিক্ষা নিয়ে উনি নিরসভাবে কাজ করে চলেছেন দেশ এবং দেশের বাহিরে শিক্ষা বিস্তারের লক্ষ্যে এই কাজগুলো করছেন, দক্ষিণ আফ্রিকা বাংলা স্কুল নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন, এবং বাংলাদেশ সাউথ আফ্রিকা চেম্বার অফ কমার্সের সভাপতি দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি দেশে বিভিন্ন সমাজসেবা মূলক কাজে নিয়োজিত রয়েছেন,। জনাব এডভোকেট আফরোজ উদদীন এলাকার সর্বস্তরের মুরুব্বিয়ান যুব সমাজের কাছে দোয়া চেয়েছেন, এলাকার উন্নয়নের জন্য সব সময় কাজ করে যাবেন।।