গত ০৭জুলাই ভয়া’বহ অগ্নি’কাণ্ডে দরিদ্র কৃষক আসিদ আলীর বসতঘরটি সম্পূর্ণ ভষ্মী’ভূত হয়ে যায়। এ ঘটনায় তার আ'হাজারিতে মানবিক মানুষদের মনে ব্যাপক সাড়া পড়ে। এরপর দেশে-বিদেশে থাকা বিত্তবান, হৃদয়বান ব্যক্তিবর্গের অর্থায়নে তার গৃহ পুননির্মাণ কাজ শুরু করা হয়। গত ৩০ আগস্ট গৃহনির্মাণ কাজ শেষ হয়েছে। এতে নগদ ১লাখ ৩৩হাজার ৪শ টাকা ব্যয় হয়েছে।
পুননির্মিত আসিদ আলীর বসতঘর পরিদর্শনে আজ বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আগমন করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ, সিলেটের বিশিষ্ট সমাজকর্মী ও দৈনিক পুণ্যভূমি পত্রিকার প্রকাশক ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান।
আগত নেতৃবৃন্দ আসিদ আলীর নতুন বসতঘর দেখে সন্তোষ প্রকাশ করেন এবং গৃহ পুননির্মাণ কাজে আর্থিক সহযোগিতার জন্য দেশে-বিদেশে থাকা বিত্তবান, হৃদয়বানদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য : আসিদ আলীর গৃহ পুননির্মাণ কাজে বিভিন্ন ব্যক্তিবর্গ, সংগঠন এবং সরকারি অনুদানে মোট ১লাখ ৪০হাজার ৩শ টাকা সংগৃহিত হয়। এর মধ্যে যুক্তরাজ্য প্রবাসী গহরপুর মাদ্রাসাবাজারের নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক্য সমাজকর্মী (তুরস্কের নাগরিক সালমান বার্লির ১০হাজার টাকাসহ) মোট ৪৪হাজার ৩শ, ওসমানীনগর উপজেলার খাগদিওর (পূর্ব পাড়া) গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ মিফতা, সিলেটের বিশিষ্ট সমাজকর্মী ও দৈনিক পুণ্যভূমি পত্রিকার প্রকাশক ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী ১০হাজার, কলুমা গ্রামের যুক্তরাজ জিয়াবুল মিয়া ৭হাজার, জামালপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মামুন চৌধুরী ১০হাজার, বালাগঞ্জের কুয়েত প্রবাসী (নাম প্রকাশে অনিচ্ছুক) জনৈক্য সমাজকর্মী ২০হাজার, বালাগঞ্জ উপজেলা সমাজকল্যাণ ট্রাস্ট ফ্রান্স’র সভাপতি শেখ আব্দুল মুকিত, সাধারণ সম্পদক মো. লকুছ মিয়া এবং সদস্য ফরহাদ আহদ (৩জন মিলে) মোট ১৫হাজার, গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স ২০হাজার এবং বালাগঞ্জ উপজেলা প্রশাসন নগদ ৯হাজার টাকা প্রদান করেন। এছাড়া বালাগঞ্জ উপজেলা প্রশাসন ৩বান্ডিল ঢেউটিন এবং সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান ৬বান্ডিল ঢেউটিন প্রদান করেন। নতুন ঘর উপহার পেয়ে দরিদ্র কৃষক আসিদ আলী তার গৃহনির্মাণে যারা অর্থ এবং শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
আসিদ আলীর বসতঘর পুননির্মাণ কাজ সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় আমি মহান আল্লাহপাকের দরবারে সীমাহীন শুকরিয়া আদায় করছি। আসিদ আলীর এ গৃহ পুননির্মাণের ব্যাপারে যে বা যারা, যে যেভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা, দোয়া এবং ভালোবাসা রইল।